Singer : Shaan
Music: Jeet Gannguli
lyricist : Priyo Chattopadhyay
Music Label : SVF Music
RimJhim Lyrics In Bangla
আগে কত বৃষ্টি যে
দেখেছি শ্রাবণে
জাগেনিতো এতো আশা
ভালোবাসা এ মনে
সে বৃষ্টি ভেজা পাশ
সামনে এলে হায়
ফোটে কামিনী
আজ ভিজতে ভালো লাগে
শুন্যে মনে জাগে প্রেমের কাহিনি
সে বৃষ্টি ভেজা পাশ
সামনে এলে হায়
ফোটে কামিনী
আজ ভিজতে ভালো লাগে
শুন্যে মনে জাগে প্রেমের কাহিনি
রিমঝিম এ ধারাতে
চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে
চায় মন হারাতে
এই ভালোবাসাতে
আনাকে ভাসাতে
এলো মেঘ যে এলো ঘিরে
বৃষ্টি শুরে শুরে শোনায় রাগিণী
মনে স্বপ্ন এলোমেলো
একি শুরু হলো প্রেমের কাহিনি
এলো মেঘ যে এলো ঘিরে
বৃষ্টি শুরে শুরে শোনায় রাগিণী
মনে স্বপ্ন এলোমেলো
একি শুরু হলো প্রেমের কাহিনি
রিমঝিম এ ধারাতে
চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে
চায় মন হারাতে
শ্রাবণের বুকে প্রেম
কবিতা যে লিখে যায়
হৃদয়ের মরু পথে
জল ছবি থেকে যায়
ওহ শ্রাবণের বুকে প্রেম
কবিতা যে লিখে যায়
হৃদয়ের মরু পথে
জল ছবি থেকে যায়
জানি সেই তো ছিলো আগে
ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী
আজ রাগে অনুরাগে
লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনি
জানি সেই তো ছিলো আগে
ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী
আজ রাগে অনুরাগে
লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনি
রিমঝিম এ ধারাতে
চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে
চায় মন হারাতে