Band: Bohubrihi
Vocal: Anik Antar
Guitar: Rakib Mejba
Bass: Mohammad Yeasin
Cajon & Percussion: Tushar Hossain
Nil Doriya Lyrics In Bangla
দেশ বিদেশে ভিড়াই তরী রে
নঙ্গর ফেলি ঘাটে ঘাটে
নঙ্গর ফেলি ঘাটে ঘাটে
বন্দরে বন্দরে
আমার মনের নঙ্গর পইরা রইছে হায় রে
সারেং বাড়ির ঘরে
ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া
ওরে নীল দরিয়া
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধড়ফড়াইয়া
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধড়ফড়াইয়া রে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্ততরে অন্ততরে
আমার এতো স্বাদের মন বঁধুয়া হায় রে
কি জানি কি করে
ওরে সাম্পানের নাইয়া
আমায় দেরে দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া
এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পথ চাইয়া