Singer : Sandhi
Album : Bhalobashi Tomake
Lyric & Tune : Ashiqur Rahman
Music : Khayam Sanu Sandhi
Label : Agniveena
Tumi Amar Na How Lyrics In Bangla
আমি তোমায় না দেখি
তুমি আমার না হও
আমি যত দূরে যাই চলে
তুমি কাছে রও
আমি তোমায় না দেখি
তুমি আমার না হও
আমি যত দূরে যাই চলে
তুমি কাছে রও
আমি স্বপ্নে তোমায় দেখি
ঘুমিয়ে যখন রই
স্মৃতিতে এসো তুমি
যদি দিশেহারা হই
স্বপ্নে তোমায় দেখি
ঘুমিয়ে যখন রই
স্মৃতিতে এসো তুমি
যদি দিশেহারা হই
একা হয়ে যাই আমি
স্বপ্ন স্মৃতি ছাড়া
তুমি ছাড়া মনে হয়
আমি তো আমি নই
তোমায় না দেখি
তুমি আমার না হও
আমি যত দূরে যাই চলে
তুমি কাছে রও
তুমি যদি ভালো থাকো
কষ্টে আমি রই
স্বার্থপর এই আমি
তোমার সুখে সুখি নই
তুমি যদি ভালো থাকো
কষ্টে আমি রই
স্বার্থপর এই আমি
তোমার সুখে সুখি নই
ভেবেছি অনেক আগে
দু'জনে হাঁটবো পাশে
একা আমি হাঁটি, ভাবি
তোমাকে পাবো কই
তোমায় না দেখি
তুমি আমার না হও
আমি যত দূরে যাই চলে
তুমি কাছে রও
আমি তোমায় না দেখি
তুমি আমার না হও
আমি যত দূরে যাই চলে
তুমি কাছে রও
যত দূরে যাই চলে
তুমি কাছে রও
যত দূরে যাই চলে
তুমি কাছে রও