Prem Amar | প্রেম আমার | Lyrics | Jeet Gannguli | Cover

Prem Amar Lyrics - কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায় কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধ
1 min read




Prem Amar Lyrics In Bangla


কোন ভুলে তুমি শুলে বলো
এই ফুল সজ্জায়
স্বপ্নের লাশ কাঁধে নিয়ে
ওরা কেন চলে যায়
কোন ভুলে তুমি শুলে বলো
এই ফুল সজ্জায়
স্বপ্নের লাশ কাঁধে নিয়ে
ওরা কেন চলে যায়
জীবন পথে চলতে শিখা
ওই হাতেরই ছোঁয়ায়
আজ ভাঙ্গা বুক
খোঁজ হাসি মুখ
দেখি জ্বলে সে চিতায়
প্রেম আমার
ওহ.. প্রেম আমার
প্রেম আমার
ওহ.. প্রেম আমার

তুমি ছাড়া আজ একা এ মন
স্বপ্নের লাশ ঘর
ভেঙ্গে যাওয়া এই বুকের পাঁজর
ধুধু মরু প্রান্তর
তুমি ছাড়া আজ একা এ মন
স্বপ্নের লাশ ঘর
ভেঙ্গে যাওয়া এই বুকের পাঁজর
ধুধু মরু প্রান্তর
তবু প্রেম এসে ভালো বেসে
আজ দেখা দিয়ে যায়
যেই ছুঁতে যাই আমি হাত বাড়াই
কেন দূরে  সরে যায়
প্রেম আমার
ওহ.. প্রেম আমার
প্রেম আমার
ওহ.. প্রেম আমার
প্রেম আমার
প্রেম আমার
প্রেম আমার
ওহ.. প্রেম আমার
Now I'm a student. Now just i know that. I want to do something big on online field.

You may like these posts

Post a Comment