Tomare Legeche Eto Je Valo | Lyrics | Saif Zohan | LyricsBoss247

Tomare Legeche Eto Je Valo Lyrics - চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আকাশে
1 min read


Song : Tomare Legeche Eto Je Valo
Singer : Saif Zohan
Lyrics : K. G. Mustapha
Tune : Robin Ghosh

Tomare Legeche Eto Je Valo Lyrics In Bangla


তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে,
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে

রাতের আকাশে তারার মিতালী
আমারে দিয়েছে সুরের গীতালী।
কত যে আশায় তোমারই নামে
জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী।
আকুল ভ্রোমরা বলে সে কথা
বকুলের কানে কানে
চাঁদ বুঝি তা জানে
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে,
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
তাই সে আমারে টানে

এত যে কাছে চেয়েছি তোমারে
এত যে প্রীতি দিয়েছ আমারে।
এত যে পাওয়া কেমনে সহিব
একাকী আমি নীরব আঁধারে।
আকুল পাপিয়া ছড়ায়ে এ কথা
বাতাসের কানে কানে।।
চাঁদ বুঝি তা জানে
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে,
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে।
তাই সে আমারে টানে।
Now I'm a student. Now just i know that. I want to do something big on online field.

You may like these posts

Post a Comment