Song Credit:
Singer: Antarip Adhikary
Music Production: Arnab Chowdhury
Bolbo Tomay Lyrics In Bangla
আজও আমার চোখেতে
স্বপ্ন তুমি স্বপ্ন
আজও আমার চোখেতে
বল তুমি কবে আমি
বল তুমি কবে আমি
পরবো তোমায়
একটু ছুঁতে
বলবো তোমায়
আজকে আমি
একটি মেয়ের
গল্প প্রেমের
চুপি চুপি কার ছবি
চুপি চুপি কার ছবি
এঁকেছিলো সে অন্তরে
বলবো তোমায়
আজকে আমি
একটি মেয়ের
গল্প প্রেমের
শুনেছি কত শুনেছি
আমি তোমার কাহিনি
শুনেছি কত শুনেছি
ওগো তোমার কাহিনি
তই শুনে মনে মনে
তই শুনে মনে মনে
হয়েছি তোমার মোহিনী
বলবো তোমায়
আজকে আমি
একটি মেয়ের
গল্প প্রেমের
চুপি চুপি কার ছবি
চুপি চুপি কার ছবি
এঁকেছিলো সে অন্তরে
বলবো তোমায়
আজকে আমি
একটি মেয়ের
গল্প প্রেমের