Song: Sunlam Tumi
Artist: Pata
Album: Shaada Kaalo-2
Shunlam Tumi Lyrics In Bangla
শুনলাম তুমি কাছে চেয়েছো
তুমি অপেক্ষায় আছো আমার
না বলা কত কথা..
সুরে সুরে বোবা হয়ে
পাথরের মন নরম হয় আমার
তবু বলব ভালবেসোনা
আমাকে তুমি কাছে চেয়োনা
আমি হেরে যাওয়া যোদ্ধা বেকার
আমাকে তুমি ভুল চিনোনা
আমার হাজার অক্ষমতায়
ঘরে ফেরার অনিশ্চয়তায়
ভালবেসোনা আমায়..
শুধু ব্যথা পাওয়ার খেলায়
খেলে ক্লান্ত এই সাঁঝ বেলায়
কান্নাও থেমে গিয়েছে আমার
জীবনের এই আলোর মঞ্চে
একা দাঁড়িয়ে সময়ের রন্ধ্রে
হার মেনে নিয়েছে আত্মা আমার
দেহে তাই আজ বিষাক্ত স্রোত বয়
পৃথিবী টাকে নরক মনে হয়
হাত রেখোনা আমার আগুনে আবার
চেয়োনা আমার মায়া বন্ধুতা
আমার হাজার অক্ষমতায়
ঘরে ফেরার আনিশ্চয়তায়
ভাল বেসোনা আমায়