Song: Poraiya Marli Amare ( পোড়াইয়া মারলি আমারে )
Singer: Kazi Shuvo
Lyric & Tune: Hanif Khan
Music: Rafi Mohammad
Poraiya Marli Amare Lyrics In Bangla
পোড়াইয়া মারলি আমারে
তারে কি আর ভালোবাসা কই রে বন্ধু
দুঃখ যত আমার গায়ে সয়
বান্ধিয়া পিরিতির ডুরে
পোড়াইয়া মারলি আমারে
বান্ধিয়া পিরিতের দুরে
পোড়াইয়া মারলি আমারে
তারে কি আর ভালোবাসা কয় রে বন্ধু
দুঃখ যত আমার গায়ে সয় রে বন্ধু
দুঃখ যত আমার গায়ে সয়
তোমারো শনে গোপনে গোপনে
করিলাম পিরিতি কেউ না যানে
তোমারো শনে গোপনে গোপনে
করিলাম পিরিতি কে্উ না যানে
পাবো তোমারে সেই আশা করে
দিয়েছি আমারে হৃদয় রে বন্ধু
দুঃখ যত আমার গায়ে সয় রে বন্ধু
দুঃখ যত আমার গায়ে সয়
কথা ছিল এমন মিলিয়া দুজন
সুখে দুঃখে থাকবো সারাটা জীবন
কথা ছিল এমন মিলিয়া দুজন
সুখে দুঃখে থাকবো সারাটা জীবন
অভিমান করে চলে গেছো দুরে
আমার কথাকি মনে হয় রে বন্ধু
দুঃখ যত আমার গায়ে সয় রে বন্ধু
দুঃখ যত আমার গায়ে সয়
ভুল আমার বেশি তুমি কি নও দোষী
ক্ষমা করিলে তোমার হয়তো কি ক্ষতি
ভুল আমার বেশি তুমি কি নও দোষী
ক্ষমা করিলে তোমার হয়তো কি ক্ষতি
আমি ফে বলে আমারি ভুলে
তোমার যদি শান্তি হয় রে বন্ধু
দুঃখ যত আমার গায়ে সয় রে বন্ধু
দুঃখ যত আমার গায়ে সয়
বান্ধিয়া পিরিতির দুরে
পোড়াইয়া মারলি আমারে
বান্ধিয়া পিরিতের দুরে
পোড়াইয়া মারলি আমারে
তারে কি আর ভালোবাসা কই রে বন্ধু
দুঃখ যত আমার গায়ে সয় রে বন্ধু
দুঃখ যত আমার গায়ে সয়
দুঃখ যত আমার গায়ে সয় রে বন্ধু
দুঃখ যত আমার গায়ে সয়