CORONA নিয়ে একটি আশার গান | Lyrics | Porag Hasan | LyricsBoss247

CORONA নিয়ে একটি আশার গান Lyrics - স্বজনের হাত ছেড়ে দেয়া গৃহবন্দী হয়ে থাকা ব্যস্ত জীবনেরই চাকা এ সময় আলোটা তো জ্বালো বুকের মাঝে আশা টাকে রেখো ওহো নিস
1 min read


Song: CORONA নিয়ে একটি আশার গান 
Vocal, Lyric, Tune & Music: Porag Hasan.
Guitar, Mix & Mastering: Porag Hasan.

CORONA নিয়ে একটি আশার গান Lyrics In Bangla


স্বজনের হাত ছেড়ে দেয়া
গৃহবন্দী হয়ে থাকা
ব্যস্ত জীবনেরই চাকা
এ সময় আলোটা তো জ্বালো
বুকের মাঝে আশা টাকে রেখো
ওহো নিস্নিগ্ধ আগামী
ঘরে ফিরবে ঠিকই
নিপাত যাক করোনা
হাল তুমি ছেড়ো না
আশা ছেড়ে দিও না
করোনা দেখো রবেনা

হাতে হাত রেখে চলা হবেনা
ঠোঁটে ঠোঁটে কথা আর হবেনা
বুকের পাঁচিলে জড়াবো না হায়
এ কেমন যাতনা
তবে কি দূরে থেকে কাছে আসা যাবে
কি করে ভালোবাসার জয় হবে
মানুষ মানুষের জন্য হবে
শেষ নিশ্বাসে দেখা হবে
কান পেতে শোনো না
আমার এই প্রাথনা
বাতাসে ছালো প্রেরণা
স্রষ্টার তরে আরাধনা

করোনার আদর্শে একতা
দেখো বিচার কত তার স্বমতা
প্রধানমন্ত্রী রাজা প্রজা পেয়েছে একই মাপের সাজা
আমি কি এমন মানুষ হতে পারবো
ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মেলাবো
ধর্ম বর্ণ নির্বিশেষে
সাম্যের গান গাইবো ওহ
যত দূরেই তুমি থাকো না
তুমি আমি আলাদা না
বন্ধু তুমি দেখো না
হাত বাড়াও ছেড়ে যেওনা

তোমার শপিংমলে তালা
প্রিয় রেস্টুরেন্টেটা নাই খোলা
লকডাউন তোমার দেশে কি
সিরিয়ার কষ্টটা বোঝে
আমি যদি এমনটা হতাম
তবে মানুষের ঘরে ঘরে যেতাম
ওহ জনলিন নন্দি বা ভূপেন আজাদ
তার জীবনের গান গাইতাম হে
মানুষ কেন বোঝোনা
বিভেদ ছেড়ে দাওনা
যতদূরেই তুমি থাকোনা
তুমি আমি আলাদা না

করোনার হাত ধরে চলা
স্বজনের হাত ছেড়ে দেয়া
গৃহবন্দী হয়ে থাকা
ব্যস্ত জীবনেরই চাকা
এ সময় আলোটা তো জ্বালো
বুকের মাঝে আশা টাকে রেখো
ওহো দূরের নিস্নিগ্ধ আগামী
ঘরে ফিরবেই ঠিকই
নিপাত যাক করোনা
হাল তুমি ছেড়ো না
আশা ছেড়ে দিও না
মহামারী দেখো রবেনা
যতদূরেই তুমি থাকোনা
তুমি আমি আলাদা না
বন্ধু তুমি দেখো না
তুমি আর একলা না

Now I'm a student. Now just i know that. I want to do something big on online field.

You may like these posts

Post a Comment