Song: Nirghoom
Lyrics Tune Voice: Adnan Ashif
Piano: Amzad Hossain.
Nirghum Lyrics In Bangla
ঘুম আসে না রাতে-
আমি ঘুমাই না ভোরে (২)
একটার পর একটা তামাক পাতা পোড়ে (২)
ঘুম আসে না রাতে-
আমি ঘুমাই না ভোরে (২)
তুমি যখন বেসে ছিলে , বন্ধু আমায় ভালো-
বিচার কর নাই , আমি শ্যামলা নাকি কালো (২)
এখন বিচার-আচার ভুইলা গিয়া, ও পরানের পাখি-
আমায় অন্ধকার দিয়া কোথায় জ্বালো আলো
তোমার কথা ভেবে ভেবে অন্তরখানা পোড়ে,
এখন তোমার কথা ভেবে ভেবে অন্তরখানা পোড়ে
ঘুম আসে না রাতে-
আমি ঘুমাই না ভোরে (২)
দিন কাটে -তোমার ছবি মনে মনে দেখিয়া ,
রাত কাটে -দেবি তোমারে নিয়া গল্প লেখিয়া (২)
সন্ধ্যা কাটে তোমার বিছানো নীল বেদনার ঘোরে,
ঘুম আসে না রাতে-
আমি ঘুমাই না ভোরে (২)
চাদেঁর আলোয় আলোয় আমার মাথাটা ঘুরে (২)
ঘুম আসে না রাতে-
আমি ঘুমাই না ভোরে (২)
একটার পর একটা তামাক পাতা পোড়ে (২)
ঘুম আসে না রাতে-
আমি ঘুমাই না ভোরে (২)