Song : Sudhu Sudhu Mon Amar
Singer : Souradipta Ghosh.
Music Director : Rupak Tiary
Lyrics : Jayanta Roy
Sudhu Sudhu Mon Amar Lyrics In Bangla
অচেনা চোখে অল্প কাহিনী বৃষ্টির ফোটারা লিখে যায়
ঝোড়ো হাওয়া বেপরোয়া নৌকো ভাসায় মেঘেরা
চোখে চোখে কিছু কথা কি যেন বলে আমায়
শুধু শুধু মন আমার কেন যে তোমাকেই কাছে চায়
বারে বারে কেন যে তোমার দিকে এভাবে তাকায়
শুধু শুধু মন আমার কেন যে তোমাকেই কাছে চায়
বারে বারে কেন যে তোমার দিকে এভাবে তাকায়
বুঝেছো যখনি আহ্লাদে তুমি
নিমেষে হারিয়ে যাও আশকারায়
আধো আধো করে মসলিন চুলে
হাত ছানি দিয়ে যাও আমায়
ঝোড়ো হাওয়া বেপরোয়া নৌকো ভাসায় মেঘেরা
চোখে চোখে কিছু কথা কি যেন বলে আমায়
শুধু শুধু মন আমার কেন যে তোমাকেই কাছে চায়
বারে বারে কেন যে তোমার দিকে এভাবে তাকায়
শুধু শুধু মন আমার কেন যে তোমাকেই কাছে চায়
বারে বারে কেন যে তোমার দিকে এভাবে তাকায়