Song: Monta Bojhena
Vocal: Arifin Shuvoo
Lyrics: K Zia
Tune: K Zia and Fuad Al Muqtadir
Guitar: Emon Chowdhury
Composition: Fuad Al Muqtadir
Monta Bojhena Lyrics In Bangla
ইচ্ছের বাঁকে তোর ছবি আঁকে
ভাবনায় সারাক্ষণ
মন দিলো সাড়া পেলো আশকারা
স্বপ্নে বিচরন
ইচ্ছের বাঁকে তোর ছবি আঁকে
ভাবনায় সারাক্ষণ
মন দিলো সাড়া পেলো আশকারা
স্বপ্নে বিচরন
যায়না বলা যা আছে এই অন্তরালে
যায়না ধরা কাছে পেলে
মনটা বোঝেনা শোনেনা কারোরই বারন
তোকে নিয়ে গড়তে চাই সুন্দর এক জীবন
মনটা বোঝেনা শোনেনা কারোরই বারন
তোকে নিয়ে গড়তে চাই সুন্দর এক জীবন
মনটা হুমম
দিন কাটে একা না পেলে দেখা
তুই বিহনে সময় চলেনা
পথ আঁকাবাঁকা জ্বলে আলো শিখা
তোর কারণে আমি বাঁচিনা
আমি তোর রাত ভোর হতে চাই
দু'হাত বাড়ালেই তোকে পেতে চাই
যায়না বলা যা আছে এই অন্তরালে
যায়না ধরা কাছে পেলে
মনটা বোঝেনা শোনেনা কারোরই বারন
তোকে নিয়ে গড়তে চাই সুন্দর এক জীবন
মনটা বোঝেনা শোনেনা কারোরই বারন
তোকে নিয়ে গড়তে চাই সুন্দর এক জীবন
মুগ্ধ তোর চলে ভাসি নতুন জলে
তুই কাছে এলে সব ভুলে যাই
গভীরে অতলে আশা গড়ে তুলে
দেখে দেখে তোকে আমি আমার নাই
আমি পাই দেখা সেই ঠিকানা
মাঠ ঘাট পেরিয়ে সে সীমানা
যায়না বলা যা আছে এই অন্তরালে
যায়না ধরা কাছে পেলে
মনটা বোঝেনা শোনেনা কারোরই বারন
তোকে নিয়ে গড়তে চাই সুন্দর এক জীবন
মনটা বোঝেনা শোনেনা কারোরই বারন
তোকে নিয়ে গড়তে চাই সুন্দর এক জীবন
মনটা হুমম