Singer : Antarip Adhikary
Music arrangement : Arnab Chowdhury
Ei Bhalobasha Tomakei Pete Chay Lyrics In Bangla
কবে তুমি নাম ধরে ডাকবে
কবে তুমি হাতে হাত রাখবে
কবে তুমি নাম ধরে ডাকবে
কবে তুমি হাতে হাত রাখবে
সেই আশাতে দিন কাটাতে
মন শুধু চায়
সেই আশাতে দিন কাটাতে
মন শুধু চায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়
কেন তুমি আছো বহুদূরে
দাও ধরা এসে বাহুডোরে
কেন তুমি আছো বহুদূরে
দাও ধরা এসে বাহুডোরে
সেই কবিতা সেই বার্তা
লিখে দিয়ে যায়
সেই কবিতা সেই বার্তা
লিখে দিয়ে যায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়