Jodi Mon Kade Tumi Chole Esho Ek Boroshay | Lyrics | Shaon

Jodi Mon Kade Tumi Chole Esho Ek Boroshay Lyrics - যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায় যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায় এসো ঝর ঝর
1 min read


Song: Jodi Mon Kade Tumi Chole Esho Ek Boroshay
Singer: Shaon

Jodi Mon Kade Tumi Chole Esho Ek Boroshay Lyrics In Bangla


যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়

এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায়
যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়

যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়
Now I'm a student. Now just i know that. I want to do something big on online field.

You may like these posts

Post a Comment