Song : Phirbe Abar Sei Din
Music : Arin
Lyrics : Supratim , Arin
Singer : Antarip Adhikary
Phirbe Abar Sei Din Lyrics In Bangla
আবার হৃদয় জুড়ে
খুশি সবার
থাকবে দুয়ার ভরে
আসবে বাহার
আবার হৃদয় জুড়ে
খুশি সবার
থাকবে দুয়ার ভরে
চলবো সবাই
পায়ে পা মিলিয়ে
আরো শোনাই
আকাশ নীলে
নতুন ভোর
আনবে আলাদীনে
আসবে নতুন আলো
থাকবো সবাই ভালো
ফিরবে আবার সেই দিন
আসবে নতুন আলো
থাকবো সবাই ভালো
ফিরবে আবার সেই দিন
খুশির কোলাজ খামে ভরে
রানার যাবে ঘরে ঘরে
আবার ইতিহাস লেখা হবে
সাজাবে পৃথিবী নতুন ভাবে
দেশের মাটি মুঠোয় ভরে
শপথ নিলাম নতুন করে
আসবে নতুন আলো
থাকবো সবাই ভালো
ফিরবে আবার সেই দিন
আসবে নতুন আলো
থাকবো সবাই ভালো
ফিরবে আবার সেই দিন