Se Je Bose Ase Eka Eka | Lyrics | Arnob | LyricsBoss247

Se Je Bose Ase Eka Eka Lyrics - রঙিন স্বপ্ন তার বুনতে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে সে য


Song: Se Je Bose Ase Eka Eka
Band : Black
Album : Shopnochura 1
Label : G-Series

Se Je Bose Ase Eka Eka Lyrics In Bangla


রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে

তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেল যদি পারো বুঝতে
তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে

তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেল যদি পারো বুঝতে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে

তার গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ
তার বৃষ্টি ভেজা মনে দাগ দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে দাগ দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন

সে যে বসে আছে
সে যে বসে আছে
সে যে বসে আছে
সে যে বসে আছে
সে যে বসে আছে
Now I'm a student. Now just i know that. I want to do something big on online field.

Post a Comment