Song: Se Je Bose Ase Eka Eka
Band : Black
Album : Shopnochura 1
Label : G-Series
Se Je Bose Ase Eka Eka Lyrics In Bangla
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেল যদি পারো বুঝতে
তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেল যদি পারো বুঝতে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
তার গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ
তার বৃষ্টি ভেজা মনে দাগ দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে দাগ দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন
সে যে বসে আছে
সে যে বসে আছে
সে যে বসে আছে
সে যে বসে আছে
সে যে বসে আছে