Singer: Premer Mora Jole Dobe Na
Singer : Ovi
Album : Premer Mora Jole Dobe Na
Premer Mora Jole Dobe Na Lyrics In Bangla
তুমি সুজন দেইখা কইরো পিরিত
মরলে যেন ভোলে না...দরদী (।।)
প্রেম কইরাছে আয়ুব নবী
তার প্রেমে রহিমা বিবি গো
তারে আঠারো সাল কিরায় খাইল
আঠারো সাল...ও তারে
আঠারো সাল কিরায় খাইল
তবুও প্রেম ছাড়ল না...দরদী
প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে ২দিন ভাঙতে ১দিন
এমন প্রেম আর কইরো না...দরদী
প্রেমের মরা জলে ডুবে না
চন্ডীদাস আর রজকীনী
তারাই প্রেমের শিরমণি গো
ও সে বার বছর বরশী বাইল
বার বছর...ও সে বার বছর বরশী বাইল
তবুও আদার গিললো না...দরদী
প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে ২দিন ভাঙতে ১দিন
এমন প্রেম আর কইরো না...দরদী
প্রেমের মরা জলে ডুবে না...
তুমি সুজন দেইখা কইরো পিরিত
মরলে যেন ভোলে না...দরদী