Akasheo Alpo Neel | Lyrics | Arijit Singh | LyricsBoss247

Akasheo Alpo Neel Lyrics - ভুল হতো অন্তমিল একা একা রং-মিছিল, ছিলে না যখন মুঠো ভরা মিথ্যেফোন ফিরে আসা ডাকপিয়ন মিছি মিছি মন কেমন, ছিলে না যখন ভালোবাসা দ
1 min read


Song: Akasheo Alpo Neel
Music Director: Indraadip Das Gupta
Singer: Arijit Singh
Lyrics: Srijato
Track Programming: Amit -Ishan
Guitar Design: Ankur Mukherjee
Flute: Tejas Venchurkar
Mixing and Mastering: Amit Chatterjee IDP Studio

Akasheo Alpo Neel Lyrics In Bangla


ভুল হতো অন্তমিল
একা একা রং-মিছিল, ছিলে না যখন
মুঠো ভরা মিথ্যেফোন
ফিরে আসা ডাকপিয়ন
মিছি মিছি মন কেমন, ছিলে না যখন
ভালোবাসা দিন কত টা রঙ্গিন
তা বুঝেছি তখন
আকাশেও অল্প নীল
ভুল হতো অন্তমিল

একা একা রং-মিছিল, ছিলে না যখন
মুঠো ভরা মিথ্যেফোন
ফিরে আসা ডাকপিয়ন
মিছি মিছি মন কেমন, ছিলে না যখন
ভালোবাসা দিন কত টা রঙ্গিন
তা বুঝেছি তখন
সারাদিন ঠিকানাহীন
ঘুরে ফিরি কে বেদুইন
লুকিয়ে ডানার ক্ষত
তুমি নেই তা ভাবলেই
ব্যথা এসে দাঁড়াবেই
উঁচু মিনারের মতো

শুকনো পাতা কাঁপত একা ডালে
গন্ধ খুঁজে ডুবেছি রুমালে
শুকনো পাতা কাঁপত একা ডালে
গন্ধ খুঁজে ডুবেছি রুমালে
কেমন ছিলাম বুঝি এখন
কেমন ছিলাম বুঝি এখন
আকাশেও অল্প নীল
ভুল হতো অন্তমিল

একা একা রং-মিছিল, ছিলে না যখন
মুঠো ভরা মিথ্যেফোন
ফিরে আসা ডাকপিয়ন
মিছি মিছি মন কেমন, ছিলে না যখন
ভালোবাসা দিন কত টা রঙ্গিন
তা বুঝেছি তখন
Now I'm a student. Now just i know that. I want to do something big on online field.

You may like these posts

Post a Comment