Song - Bhalo Lagena
Lyrics, Tune, and Sang by TahseeNation
Music - Shovon Roy
Bhalo Lagena By TahseeNation Lyrics In Bangla
তোমার ভালো লাগেনা
নতুন নতুন মেয়ে দেখলে
তোমায় মনে পরেনা
আমার যা ভালো লাগে তা তো
তোমার ভালো লাগেনা
নতুন নতুন মেয়ে দেখলে
তোমায় মনে পরেনা
ডানে দেখি সুন্দরী আর
বামে দেখি ললনা
এসব দেখে করতে মন চায়
তোমার সাথে ছলনা
তুমি আমায় ছেড়ে গেলে
তোমার পিছে যাবনা
তোমায় আমি অপরাধী বলে
গান বানাবো না
ছেড়ে যাও আমায় তুমি ছেড়ে যাও না
তোমার এতো তামাশা আমি নিতে পারিনা
ছেড়ে যাও আমায় তুমি ছেড়ে যাও না
তোমার এতো পেরা আমি নিতে পারিনা
আমার যা ভালো লাগে তা তো
তোমার ভালো লাগেনা
নতুন নতুন মেয়ে দেখলে
তোমায় মনে পরেনা
আমার যা ভালো লাগে তা তো
তোমার ভালো লাগেনা
নতুন নতুন মেয়ে দেখলে
তোমায় মনে পরেনা
ডানে দেখি সুন্দরী আর
বামে দেখি ললনা
এসব দেখে করতে মন চায়
তোমার সাথে ছলনা
তুমি আমায় ছেড়ে গেলে
তোমার পিছে যাবনা
তোমায় আমি অপরাধী বলে
গান বানাবো না
তুমি আমায় ছেড়ে গেলে
তোমার পিছে যাবনা
তোমায় আমি অপরাধী বলে
গান বানাবো না