Tomake Chai | তোমাকে চাই | Lyrics | Fagun Haway | Shukonna | Pintu Ghosh | Bangla New Song 2020

Tomake Chai Fagun Haway Lyrics - লতি সময়, থমকে দাঁড়ায় জেগে জেগে স্বপ্ন দেখি হায় তোমার এই হাত ধরতে চায় ফাগুন হাওয়ায়। কি মায়ার কোন, সে নেশায় বারে বার ম
1 min read

Song: Tomake Chai

Lyric & Tune: Pintu Ghosh

Singers: Shukonna Mazumder Ghosh & Pintu Ghosh


Tomake Chai Fagun Haway Lyrics in Bangla


চলতি সময়, থমকে দাঁড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায়।

কি মায়ার কোন, সে নেশায়
বারে বার মন ছুঁতে চায়
চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায়।

আমি বার বার বহুবার
তোমাকে চাই
আমি বার বার হাজার বার
তোমাকে চাই।

তুমি আমি আর নিরবতা,
শুনতে কি পাও এই মনে কথা
ভোর আঁধারেও তোমায় দেখি,
তুমি কবিতা, তুমি কবি।

আজকাল মন ডুবে যায়
অনুভবে তুমি ভাসো তাই
এই আমি না চিনি আমায়,
চেনা আয়নায়।

আমি বার বার বহুবার
তোমাকে চাই
আমি বার বার হাজার বার
তোমাকে চাই।
আমি বার বার বহুবার
তোমাকে চাই
আমি বার বার হাজার বার
তোমাকে চাই।

চলতি সময়, থমকে দাড়ায়
জেগে জেগে স্বপ্ন দেখি হায়
তোমার এই হাত ধরতে চায়
ফাগুন হাওয়ায়।

কি মায়ার কোন সে নেশায়
বারে বার মন ছুটতে চায়
চেনা মুখ ঘুরপাক খায়
চোখের পাতায়।

আমি বার বার বহুবার
তোমাকে চাই
আমি বার বার হাজার বার
তোমাকে চাই।



Tomake Chai Fagun Haway Lyrics in Banglish


Cholte Shomoy, Thomke Daray
Jege Jege Shopno Dekhi Hay
Tomar Ei Hat Dhorte Chay
Fagun Haway

Ki Mayar Kon Shey Neshay,
Bare Bar Mon Chhutte Chay,
Chena Mukh Ghurpak Khay,
Chokher Patay...

Ami Bar Bar Bohubar
Tomake Chai
Ami Bar Bar Hajar Bar
Tomake Chai

Ami Ami Ar Nirobota
Shunte Ki Pao Ei Moner Kotha
Bhor Adhareo Tomay Dekhi
Tumi Kobita - Tumi Kobi

Ajkal Mon Dube Jay
Onuvobe Tumi Vaso Tai
Ei Ami Na Chini Amay
Chena Aynay

Ami Bar Bar Bohubar
Tomake Chai
Ami Bar Bar Hajar Bar
Tomake Chai
Ami Bar Bar Bohubar
Tomake Chai
Ami Bar Bar Hajar Bar
Tomake Chai

Cholte Shomoy, Thomke Daray
Jege Jege Shopno Dekhi Hay
Tomar Ei Hat Dhorte Chay
Fagun Haway

Ki Mayar Kon Shey Neshay
Bare Bar Mon Chhutte Chay
Chena Mukh Ghurpak Khay
Chokher Patay

Ami Bar Bar Bohubar
Tomake Chai
Ami Bar Bar Hajar Bar
Tomake Chai
Now I'm a student. Now just i know that. I want to do something big on online field.

You may like these posts

Post a Comment