Song: Ami Tomar Kache Jabo
Vocal: Minar Rahman
Lyrics, Tune Composition: Minar Rahman
Guitar: Salekin
Bass: Mustakin
Music arrangement: Rezwan Sheikh
Ami Tomar Kache Jabo Lyrics In Bangla
আমি তোমার কাছে যাব
কেউ জানতেও পারবে না
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না
আমি নিজেকে হারিয়ে
কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাব
কেউ বুঝতেও পারবে না
আমি তোমার কাছে যাব
কেউ জানতেও পারবে না
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না
আমি নিজেকে হারিয়ে
কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাব
কেউ জানতেও পারবে না
ওই আকাশে কতটা তারা ঘুরে
চোখ জুড়িয়ে কতটা ফানুস উড়ে
আমি কে
আমি তোমার সাথে যাব
পিছুটান রবে না
আমি তোমার পাশে বসে
কোনো গল্প বলবো না
আমি নিরবে দাড়িয়ে
ঝুম বৃষ্টি হয়ে
শুধু তোমায় ঘিরে
আরতো ঝরবো না
সেই পথেও আর হাঁটতেও
পারবো না
ওই চোখে চোখ রাখতেও
পারবো না
ঘুম ভাঙ্গা সকাল
ডাকবে না ডাকবে না
রোদ মাখা বিকেল
হাসবে না হাসবে না
আমি তোমার কাছে যাব
কেউ জানতেও পারবে না
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না
আমি নিজেকে হারিয়ে
কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাব