Song : Keno Bhulte Parchi Na
Singer : Abir Biswas
Music & Lyrics : Abir-Sourav
Programming, Mix and Master : Abir Biswas
Music Label:-Voila Digi
Keno Bhulte Parchi Na Lyrics In Bangla
ভাবিনি কোনো দিন ছেড়ে,
এভাবে চলে যাবে আমায়।
কেনো তুমি বলো আমায়,
ভালোবাসলে না।
রাতগুলো সব কেটে যায় আজ,
শুধুই তোমার ফেরার আসায়।
তবু তুমি বলো কেনো
কাছে আসলে না?
ভাবিনি কোনো দিন ছেড়ে,
এভাবে চলে যাবে আমায়।
কেনো তুমি বলো আমায়,
ভালোবাসলে না।
রাতগুলো সব কেটে যায় আজ,
শুধুই তোমার ফেরার আসায়।
তবু তুমি বলো কেনো
কাছে আসলে না?
দেখো না কতটা পুরেছি ভালোবেসে,
খুঁজেছি তোমাকে সেই চেনা শহরে।
কেনো ভুলতে পারছিনা,
রে প্রিয়া আজও তোকে।
হয়তো ভুলতে চাইছে না এ মন।
কেনো ভুলতে পারছিনা,
রে প্রিয়া আজও তোকে।
হয়তো ভুলতে চাইছে না এ মন।
তোমার কথাগুলো,
আজ আমার কানে ভাসে।
আমি বেঁধে রাখি কিছু সৃতি,
মনের কিনারাতে।
বুকের যন্ত্রণারা,
আজও আছে সুখের খোজে।
আমি লিখছি চিঠি,
তোরই নামের অচিন ঠিকানাতে।
বোঝোনি কখনো কি
তুমি যে আমাকে?
খোজোনি কখনো,
হারানো ভালোবাসাকে।
কেনো ভুলতে পারছিনা,
রে প্রিয়া আজও তোকে।
হয়তো ভুলতে চাইছে না এ মন।
কেনো ভুলতে পারছিনা,
রে প্রিয়া আজও তোকে।
হয়তো ভুলতে চাইছে না এ মন।
কেনো ভুলতে পারছিনা,
রে প্রিয়া আজও তোকে।
হয়তো ভুলতে চাইছে না এ মন।