Song : Bhule Jete Toke Bhalobashini (ভুলে যেতে তোকে ভালোবাসিনি)
Singer : Muhammad Milon & Priyanka Biswas
Lyric : Delowar Arjuda Sharaf
Tune & Music : Amit Kar
Cast: Sayed Zaman Shawon & Zakia Bari Mamo
Director : Habib Shakil
Language : Bangla
Label : Agniveena
Bhule Jete Toke Lyrics In Bangla
আমি তোর আকাশের নীল হবো
হবো তোর সাগরের জল
আমি তোর আকাশের নীল হবো
হবো তোর সাগরের জল
বুকের ভেতরে হৃদয়ে
শুরু তোর চলাচল
আমি ডুবেছি তোর প্রেমে
মেঘ হয়ে তো ভাসিনি
আমি দূরে যেতে তোর
কাছে আসিনি
আমি ভুলে যেতে তোকে
ভালোবাসিনি
আমি দূরে যেতে তোর
কাছে আসিনি
আমি ভুলে যেতে তোকে
ভালোবাসিনি
আমি তোর আকাশের নীল হবো
হবো তোর সাগরের জল
মনেরই দেয়ালে তোকে
করি আঁকাআকি
শুধু তোকে ভালোবেসে
আমি বেঁচে থাকি
মনেরই দেয়ালে তোকে
করি আঁকাআকি
শুধু তোকে ভালোবেসে
আমি বেঁচে থাকি
আমি ডুবেছি তোর প্রেমে
মেঘ হয়ে তো ভাসিনি
আমি দূরে যেতে তোর
কাছে আসিনি
আমি ভুলে যেতে তোকে
ভালোবাসিনি
আমি দূরে যেতে তোর
কাছে আসিনি
আমি ভুলে যেতে তোকে
ভালোবাসিনি
আমি তোর আকাশের নীল হবো
হবো তোর সাগরের জল
ভিতরে বাহিরে শুধু
তোর থাকাথাকি
অনেক বেশি মায়া দিয়ে
বুকে তোকে রাখি
ভিতরে বাহিরে শুধু
তোর থাকাথাকি
অনেক বেশি মায়া দিয়ে
বুকে তোকে রাখি
আমি ডুবেছি তোর প্রেমে
মেঘ হয়ে তো ভাসিনি
আমি দূরে যেতে তোর
কাছে আসিনি
আমি ভুলে যেতে তোকে
ভালোবাসিনি
আমি দূরে যেতে তোর
কাছে আসিনি
আমি ভুলে যেতে তোকে
ভালোবাসিনি
আমি তোর আকাশের নীল হবো
হবো তোর সাগরের জল