Song : Pagol Mon
Singer : Dilruba Khan
Pagol Mon Monre Lyrics In Bangla
সে যেনো কোথায়
রয়েছে কতই দূরে
মন কেন এতো কথা বলে। (x2)
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে,
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।
মনকে আমার যত চাইযে বোঝাইতে,
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে (x2)
পাগল মন রে, মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।
আমি বা কে আমার মনটা বা কে
আজো পারলাম না আমার মনকে চিনিতে (x2)
পাগল মন রে, মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।
আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ
মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন (x2)
পাগল মন রে, মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে,
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।