Tomake | তোমাকে | Lyrics | Shreya Ghoshal | LyricsBoss247

Tomake Lyrics - সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই তোমাকে, ও.. তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও.. তোমাকে। জেনেও
1 min read


Song - Tomake 
Arko feat. Shreya Ghoshal 
Vocals - Shreya Ghoshal 
Music - Arko 
Lyrics - Arko 
Programming & Arrangement - Aditya Dev 
Mix & Master - Aditya Dev 
Shreya Ghoshal recorded by - Amey Londhe at AudioGarage studios
Music Label - RCE Music

Tomake Lyrics In Bangla


সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।
স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও.. তোমাকে।

জেনেও তোমার আঁখি চুপ করে থাকে
রোজ দুইফোঁটা যেন আরও ভালো লাগে
গানে, অভিসারে, চাই শুধু বারেবারে
তোমাকে, ও.. তোমাকে।

যেদিন কানে কানে সব বলবো তোমাকে
বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে।
পথ চেয়ে রই, দেরি করোনা যতই
আর ভোলা যাবেনা জীবনে কখনোই,
তোমাকে, ও.. তোমাকে।

তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বলো কিভাবে বোঝাই ভালোবাসি?

সব চিঠি সব কল্পনা জুড়ে
রং মিশে যায় রুক্ষ দুপুরে
সেই রং দিয়ে তোমাকেই আঁকি
আর কিভাবে বোঝাই ভালোবাসি।

হ্যাঁ প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।
স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
আর দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও.. তোমাকে।
Now I'm a student. Now just i know that. I want to do something big on online field.

You may like these posts

Post a Comment