Mon Valo Nei | মন ভালো নেই | Lyrics | Topu | LyricsBoss247

Mon Valo Nei Lyrics - বল না কিছুতেই তবু বুঝে নেবে কে আছে (কে আছে) দেখো কেউ কাছে নেই তবু তুমি এগুবেই ভাঙা পথ সাথি কে হবে যদি কখনও আমায় মনে পড়ে যায় খোল


Singer : Topu
Album : The Hit Album
Lyric & Tune : Topu
Music : Fuad al Muqtadir
Label : Agniveena

Mon Valo Nei Lyrics In Bangla


বল না কিছুতেই
তবু বুঝে নেবে
কে আছে (কে আছে)
দেখো কেউ কাছে নেই
তবু তুমি এগুবেই
ভাঙা পথ
সাথি কে হবে
যদি কখনও আমায়
মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে
আমি তারাময়
যদি কখনো ছুঁয়ে
দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ
জড়াবো তোমায়
কে বল কে
দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে
এ শহরে
যদি কখনও আমায়
মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে
আমি তারাময়
হাওয়াতে এলো চুল
মুখে এসে পড়ে
যদি না থাকে তা
কে সরাবে
যদি কখনও আমায়
মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে
আমি তারাময়
যদি কখনো ছুঁয়ে
দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ
জড়াবো তোমায়
Now I'm a student. Now just i know that. I want to do something big on online field.

Post a Comment