Tui Boro Beiman | Lyrics | Samz Vai | LyricsBoss247

Tui Boro Beiman Lyrics - আমার সাধের রঙিন স্বপ্নো গুলা কাইড়া নিলো কে আমারে ভুইলা গিয়া ভালোই আছে সে আমার অগোছালো জীবনটা গুছায় দিবো কে হারানো সব ভালোবাস
1 min read


Song: Tui Boro Beiman Re Bondhu (তুই বড় বেইমান রে বন্ধু)
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Guitar: Shihab Rayhan
Music: Ankur Mahamud

Tui Boro Beiman Lyrics In Bangla


আমার সাধের রঙিন স্বপ্নো গুলা
কাইড়া নিলো কে
আমারে ভুইলা গিয়া
ভালোই আছে সে
আমার অগোছালো জীবনটা গুছায় দিবো কে
হারানো সব ভালোবাসা দে ফিরাইয়া দে
ভুইলা গেলি আমারে তুই নতুন কোনো টানে
কষ্ট গুলা উড়ায় দিলাম কইয়া গানে গানে

তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান

ও.. কাটছে সময় ব্যস্ত সুখে
মগ্ন নতুন মায়ায়
দিন কাটে তোর কার ভাবনায়
চলিস কার ইশারায়
যায়না ভোলা কোনো স্মৃতি
কেমনে পারলি তুই
এখন মনের দুঃখ, মনের কথা
করে আমি কোই

যদি পারিস থাকিতে তুই আমাকে ভুলে
আমি শুকনো পাতার মতো ঝরবো তাহলে

তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান

তোর আশায় আশায় দিন গেলো ফুরিয়া
কি পেলাম তোরে ভালবাসিয়া
আমার এ মন জানে
কতটা গেঁথে আছিস হৃদয়টা জুড়ে
ভালোবেসে তোরে
অবশেষে রইলাম আমি একা ঘরে
দিন কাটেনা রাত নির্ঘুম তোর ভাবনায়
সময় আমার ফুরায় গেলো
তোর আশায় আশায় রে
সময় আমার ফুরায় গেলো
তোর আশায় আশায়

তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
ভুল বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান
i'm very simple person. i have a big dreams which is my site rank on google fast page. i'm also a student. i love Music very much also love sports like cricket, football, ect. also i'm a …

You may like these posts

Post a Comment