Shundori Romoni | Lyrics | Tasrif khan | Kureghor Band

Shundori Romoni Lyrics - ও সুন্দরী রমণী বাপের টাকায় ফুটানি আটা ময়দার সাজুনি আর ছেলে চাও খানদানি৷ তুমি টিকটকের সুপারস্টার হাজার হাজার ফলোয়


Song: Shundori Romoni | সুন্দরী রমণী

Lyric, Tune & Vocal: Tasrif Khan

Music - Alvee Al Berunee

Mix & Mastered at Alvee Studio


Shundori Romoni Lyrics In Bangla


ও সুন্দরী রমণী

বাপের টাকায় ফুটানি

আটা ময়দার সাজুনি

আর ছেলে চাও খানদানি৷  


তুমি টিকটকের সুপারস্টার 

হাজার হাজার ফলোয়ার 

কেমন যেন ব্যাবহার

বেইল নাই যে আর তোমার৷ 


শেষ হলো মাথায় ভেঙে কাঠাল খাওয়ার দিন।  

যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন৷  

তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর 

এবার সময় হলো মুখের উপর বলে দেবার। 


ও সুন্দরী রমণী

বাপের টাকায় ফুটানি

আটা ময়দার সাজুনি

আর ছেলে চাও খানদানি৷  


তুমি টিকটকের সুপারস্টার 

হাজার হাজার ফলোয়ার 

কেমন যেন ব্যাবহার

বেইল নাই যে আর তোমার৷ 


তুমি বাপের বড় ছেলেদেরও ডাক নামধরে ৷  

তোমার কমনসেন্সের এত অভাব হয় কেমন করে?

নিজে অনার্স বিএ পাশ না করেই চাও বিসিএস স্বামি 

হিপোক্রেসির ত ভাই লিমিট আছে বুঝবা কবে তুমি?


শেষ হলো মাথায় ভেঙে কাঠাল খাওয়ার দিন।  

যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন৷  

তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর 

এবার সময় হলো মুখের উপর বলে দেবার। 


ও সুন্দরী রমণী

বাপের টাকায় ফুটানি

আটা ময়দার সাজুনি

আর ছেলে চাও খানদানি৷  


তুমি টিকটকের সুপারস্টার 

হাজার হাজার ফলোয়ার 

কেমন যেন ব্যাবহার

বেইল নাই যে আর তোমার৷ 


ছেলে হলে বুঝতা কত ধানে কত চাল

বেকার ঠোটে মিস্টি খেলেও লাগত ঠোটে ঝাল 

আরে বুচ্ছি তুমি মহারানি, চাদের দেশে থাক 

এখন ব্যাস্ত আমি সাইডে দাড়াও একটু শান্তি রাখ।


শেষ হলো মাথায় ভেঙে কাঠাল খাওয়ার দিন।  

যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন৷  

তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর 

এবার সময় হলো মুখের উপর বলে দেবার। 


ও সুন্দরী রমণী

বাপের টাকায় ফুটানি

আটা ময়দার সাজুনি

আর ছেলে চাও খানদানি৷  


তুমি টিকটকের সুপারস্টার 

হাজার হাজার ফলোয়ার 

কেমন যেন ব্যাবহার

বেইল নাই যে আর তোমার ।। 

Now I'm a student. Now just i know that. I want to do something big on online field.

Post a Comment