Ajkal | আজকাল | Lyrics | Tanjib Sarowar | Sajid Sarker | LyricsBoss247

Ajkal By Tanjib Sarowar Lyrics খুব জরুরি কোন অজুহাতে তোর হাত ছুঁয়ে ফেলা গভীর আহত ক্ষত তোর স্পর্শ পেলে ভালো লাগা ঠিক এমনই করে তুই থাক তোর মনের ঘরে

Ajkal By Tanjib Sarowar Lyrics


খুব জরুরি কোন অজুহাতে

তোর হাত ছুঁয়ে ফেলা

গভীর আহত ক্ষত তোর

স্পর্শ পেলে ভালো লাগা

ঠিক এমনই করে তুই থাক

তোর মনের ঘরে নিয়ে রাখ

তোকে ছাড়া থাকা কঠিন

তাই চাই যে তোকে রাত দিন


আজকাল আমার মনের

উঠোন জুড়ে তোর রদ্দুর

আজকাল আমার ভালোবাসা

দেখে যা তুই কদ্দুর (২)


এক ফালি চাঁদ নিয়ে

আকাশের তারা গুনে

চলবো, সাথে হাঁটবো

জোছনার আলো দিয়ে

চাঁদ মাখা মুখটাকে

দেখবো, পাশে থাকবো

আমার মত করে

কে তোকে ভালোবাসা দেবে

আর আমার মত করে

কে তোকে ডেকেছিল কবে


ঠিক এমনই করে তুই থাক

তোর মনের ঘরে নিয়ে রাখ

তোকে ছাড়া থাকা কঠিন

তাই চাই যে তোকে রাত দিন


আজকাল আমার মনের

উঠোন জুড়ে তোর রদ্দুর

আজকাল আমার ভালোবাসা

দেখে যা তুই কদ্দুর (৩)



Now you can listen Ajkal By Tanjib Sarowar Full Lyrical Video Song:

If You Like This Article Don't Forget Write Something On The Comment Section. Thank You

Now I'm a student. Now just i know that. I want to do something big on online field.

Post a Comment