Song: Boro Eka Eka Lagey Aamar
Music: Jeet Gannguli
Singer: Jeet Gannguli
Lyrics: Gautam Sushmit
Boro Eka Eka Lagey Aamar Lyrics In Bangla
আছে ভালোবাসা নেই অধিকার
লাগেনা ভালো আর
লাগেনা ভালো আর
বড় একা একা লাগে আমার
বড় একা একা লাগে আমার
লাগেনা ভালো আর
লাগেনা ভালো আর
আলেয়ার পিছে ছুটে মিছে মিছে
বুঝিনিতো আলোর ভাষা
আজকে তোমাকে হারিয়ে বুঝেছি
কাকে বলে ভালোবাসা
আধারে খুঁজে মন
আলোতে সারাক্ষণ
মেলেনা ওহহহহ মেলেনা
করে তুমি তুমি মন যে আমার
করে তুমি তুমি মন যে আমার
লাগেনা ভালো আর
লাগেনা ভালো আর
আছে ভালোবাসা নেই অধিকার
আছে ভালোবাসা নেই অধিকার
লাগেনা ভালো আর
লাগেনা ভালো আর