Kosto Beche Khai | Lyrics | Noble | LyricsBoss247

Kosto Beche Khai Lyrics - মনের ও যে কষ্ট আছে সেই বেদনা লুকিয়ে রাখি হাজার ছলনায় মানুষ বলেই জীবন খাতায় ভুলের হিসেব পাতায় পাতায় দূরের থেকে আলো সবই কাছে গ


Song: Kosto Beche Khai
Singer: Noble

Kosto Beche Khai Lyrics In Bangla


মনের ও যে কষ্ট আছে
সেই বেদনা লুকিয়ে রাখি
হাজার ছলনায়
মানুষ বলেই জীবন খাতায়
ভুলের হিসেব পাতায় পাতায়
দূরের থেকে আলো সবই
কাছে গেলে নাই
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই

ভালোবাসার নাম দিয়েছি আমি কান্না
অনায়াসে বয়ে আনে চোখে বন্যা
আমার কাছে ভালোবাসা যেনো অন্ধকার
ভালোবাসার নকশী কাঁথা গোপন ও দ্বিধার
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই

যাকে খুঁজে হারিয়ে গেলাম গভীর অরণ্যে
যে পেচানো লতার মাঝে গেলাম জড়িয়ে
ডেকে যখন ডাক মেলেনা তখন ভাবে মন
হয়তো একটু পরের ক্ষণে আসবে প্রিয়জন
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই

কেউ না জানুক, মন তো জানে
মনের ও যে কষ্ট আছে
সেই বেদনা লুকিয়ে রাখি
হাজার ছলনায়
মানুষ বলেই জীবন খাতায়
ভুলের হিসেব পাতায় পাতায়
দূরের থেকে আলো সবই
কাছে গেলে নাই
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই
i'm very simple person. i have a big dreams which is my site rank on google fast page. i'm also a student. i love Music very much also love sports like cricket, football, ect. also i'm a …

Post a Comment