Artist : Shamim Hasan Sarkar
Tune : Shamim Hasan Sarkar (2061)
Lyric : Arefin (2091)
Music Producer : Ahmed Souren
Tomay Bola Holo Na Lyrics In Bangla
তোমায় বলা হলো না
বসে জানালায়
চেয়ে নিলীমায়
কখনো হারাই
ভরা জোছনায়
স্মৃতির পাতায়
কত কথা হায় ! (২)
মেঘনার কূলে
জল টলমলে
তুমি আর আমি
আর কাশফুলে (২)
সাঁজানো স্বপ্ন আমার
শুয়ে তোমার কোলে (২)
আঁকি প্রেমের আল্পনা
তোমার হাতে হাত
রাখা হলো না।
আসো স্বপনে
যাও গোপনে
স্বপ্ন শেষে
ক্লান্ত নয়নে (২)
খুঁজি তোমায় শুধু
স্বপ্ন বধূ (২)
আঁকি প্রেমের আল্পনা
তোমার হাতে হাত
রাখা হলো না।
তোমায় বলা হলো না
বসে জানালায়
চেয়ে নিলীমায়
কখনো হারাই
ভরা জোছনায়
স্মৃতির পাতায়
কত কথা হায় ! (২)