Bonde Maya Lagaise | Lyrics | Shah Abdul Karim | LyricsBoss247

Bonde Maya Lagaise Lyrics - বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে


Title : Maya Lagaise
Singer : Helal
Lyrics & Tune : Shah Abdul Karim
Music : Habib Wahid
Album : Maya

Bonde Maya Lagaise Lyrics In Bangla


বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

বসে ভাবি নিরালায়
আগেতো জানিনা বন্দের পিরিতির জ্বালা
বসে ভাবি নিরালায়
আগেতো জানিনা বন্দের পিরিতির জ্বালা
ইটের বাটায়
কয়লা দিয়া আগুন জালাইছে
হায় গো ইটের বাটায়
কয়লা দিয়া আগুন জালাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে….
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি বলিবো আর বিচ্ছেদের আগুনে
পুরে কলিজা আঙ্গার
কি বলিবো আর বিচ্ছেদের আগুনে
পুরে কলিজা আঙ্গা্র
প্রাণ বন্ধের পিরিতে আমায় পাগল করেছে
হায়গো প্রাণ বন্ধের পিরিতে
আমায় পাগল করেছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

পাগল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়
পাগল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়
কুলনাশা পিরিতের নেশার কুলমান গেছে
হায়গো কুলনাশা পিরিতের নেশার কুলমান গেছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
i'm very simple person. i have a big dreams which is my site rank on google fast page. i'm also a student. i love Music very much also love sports like cricket, football, ect. also i'm a …

Post a Comment