Mon Amar Foring Hoye | Lyrics | মন আমার ফড়িং হয়ে | Bhoomi

ঝিংকাচিকা, ঝিংকাচিকা, ঝিংকাচিকা ঝিকাংকা পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে, পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে ঘুড়ি হয়ে উড়ে যাই, আলোর থেকেও জোরে যাই ঘুড়ি হয়ে উড়ে যাই, আলোর থেকেও জোরে যাই চোখ বুজে ভ্রমর আমার এমন মজা নাই রে। মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে, মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে, পিরিত করে মরে। মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে, পিরিত করে মরে। পাগল এই শরীর আমার বড় রাস্তার মোড়ে.. পাগল এই শরীর আমার বড় রাস্তার মোড়ে রে ধূলো আর বালির সাথে ঘাম ঝরিয়ে পথ হারায়, ধূলো আর বালির সাথে ঘাম ঝরিয়ে পথ হারায় দিগ্বিদিক শুন্য এই মানুষ সমুদ্দুরে রে।
1 min read


Song : Pagol Mon
Singer : Bhoomi
Album : Udaan

Mon Amar Foring Hoye Lyrics In Bangla



পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে,
পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে
ঘুড়ি হয়ে উড়ে যাই, আলোর থেকেও জোরে যাই
ঘুড়ি হয়ে উড়ে যাই, আলোর থেকেও জোরে যাই
চোখ বুজে ভ্রমর আমার এমন মজা নাই রে।

মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে,
মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে
শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে,
পিরিত করে মরে।
মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে
শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে,
পিরিত করে মরে।

পাগল এই শরীর আমার বড় রাস্তার মোড়ে..
পাগল এই শরীর আমার বড় রাস্তার মোড়ে রে
ধূলো আর বালির সাথে ঘাম ঝরিয়ে পথ হারায়,
ধূলো আর বালির সাথে ঘাম ঝরিয়ে পথ হারায়
দিগ্বিদিক শুন্য এই মানুষ সমুদ্দুরে রে।

মন আমার এক ফালি চাঁদ মাঝবয়েসী রাতে,
মন আমার এক ফালি চাঁদ মাঝবয়েসী রাতে
একটি তারার সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে।
মন আমার এক ফালি চাঁদ মাঝবয়েসী রাতে
একটি তারার সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে।

ঝিংকাচিকা, ঝিংকাচিকা, ঝিংকাচিকা ঝিকাংকা

দারুণ এক ঘূর্ণি ঝড়ে অস্তিত্ব দোলে,
দারুণ এক ঘূর্ণি ঝড়ে অস্তিত্ব দোলে রে
ভালো আর খারাপ মিশে একাকার গোলে পিষে,
ভালো আর খারাপ মিশে একাকার গোলে পিষে
এলোমেলো লণ্ডভণ্ড কাণ্ডকারখানা রে তবু।

মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে,
মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে
মেঘগুলোরে ঠোঁটে নিয়ে খাঁচায় বন্দি করে রে
খাঁচায় বন্দি করে।
মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে,
মেঘগুলোরে ঠোঁটে নিয়ে খাঁচায় বন্দি করে রে
খাঁচায় বন্দি করে।
মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে
মেঘগুলোরে ঠোঁটে নিয়ে খাঁচায় বন্দি করে রে
খাঁচায় বন্দি করে।

মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে,
শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে।
মন আমার এক ফালি চাঁদ মাঝবয়েসী রাতে
একটি তারার সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে....

ঝিংকাচিকা, ঝিংকাচিকা, ঝিংকাচিকা ঝিকাংকা
Now I'm a student. Now just i know that. I want to do something big on online field.

You may like these posts

Post a Comment